প্রণোদনার দ্বিতীয় কিস্তির বিল পাস হয়নি কংগ্রেসে

admin
  • আপডেট টাইম : ডিসেম্বর ০৮ ২০২০, ০২:৩৬
  • 1306 বার পঠিত
প্রণোদনার দ্বিতীয় কিস্তির বিল পাস হয়নি কংগ্রেসে

মোস্তাফা অনিক রাজ:– —  

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অধিকাংশ এলাকা লকডাউনে চলে গেছে। কিন্তু এখনো করোনা প্রণোদনার দ্বিতীয় কিস্তির বিল পাস হয়নি কংগ্রেসে। আইনপ্রণেতারা  কিন্তু কোনো মীমাংসায়  পৌঁছাতে পারেননি। অঙ্গরাজ্য ও স্থানীয় প্রশাসনগুলোকে কী পরিমাণে তহবিল দেওয়া হবে, তা নিয়ে ঐকমত্যে পৌঁছাতে না পারায় বিলটি আটকে গেছে। মার্কিন চেম্বার অব কমার্স এক বিবৃতিতে জানিয়েছে, কংগ্রেস প্রণোদনা বিল পাসে ব্যর্থ হলে বড় অর্থনৈতিক মন্দায় পড়তে হবে। যখন কোনো অর্থনীতি সংক্ষিপ্ত একটি পুনরুদ্ধার পর্যায়ের মধ্য দিয়ে মন্দা থেকে ওঠার পর আবার মন্দার মুখোমুখি হয়, তখন তা অনেক ভয়াবহ রূপ ধারণ করে। বর্তমানে যুক্তরাষ্ট্রের অনেক ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান চিরতরে বন্ধ হয়ে যাওয়া এবং বহু মানুষ নিঃস্ব হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর