স্পুটনিক-৫ নামের কোভিড-১৯ টিকা দেয়ার কর্মসূচি শুরু করেছে রাশিয়া

admin
  • আপডেট টাইম : ডিসেম্বর ০৭ ২০২০, ০৪:৫৬
  • 1171 বার পঠিত
স্পুটনিক-৫ নামের কোভিড-১৯ টিকা দেয়ার কর্মসূচি শুরু করেছে রাশিয়া

মোস্তাফা অনিক রাজ :-

চলতি বছরের আগস্টে বিশ্বের প্রথম করোনা টিকা উদ্ভাবনের ঘোষণা দেয় রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গামালিয়া রিসার্চ সেন্টার ‘স্পুটনিক-৫’ নামে টিকাটি তৈরি করে। এ টিকাটিই এখন প্রয়োগ করা হচ্ছে। প্রত্যক ব্যক্তি দুটি করে ডোজ পাবেন। প্রথমটির পর ২১ দিনের ব্যবধানে আরেকটি ডোজ দেয়া হবে। স্পুটনিক-৫ নামের করোনা টিকাটি ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা যাবে। রুশ টিকা প্রস্তুতকারী সংস্থাটির দাবি, আন্তর্জাতিক বাজারে স্পুটনিক ৫-এর প্রতি ডোজ ১০ ডলারের কম মূল্যে পাওয়া যাবে। রাশিয়া বলেছে, নিজেদের জনগণের জন্য এই টিকা বিনামূল্যে সরবরাহ করা হবে।  রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন গণহারে করোনার টিকা দেয়ার ঘোষণা করেন। রাজধানীর মস্কোর বিভিন্ন ক্লিনিকে এ টিকা প্রয়োগ কার্যক্রম শুরু হয়েছে। করোনায় সবচেয়ে ঝুঁকিতে থাকা হাসপাতালগুলোতে দেশটির নিজস্ব তৈরি টিকা ব্যবহার করা হচ্ছে।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর