যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের ঝুঁকিতে নিউইয়র্ক আবারও

admin
  • আপডেট টাইম : ডিসেম্বর ০৭ ২০২০, ০০:২৭
  • 1238 বার পঠিত
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের ঝুঁকিতে নিউইয়র্ক আবারও

মোস্তাফা রাজ অনিক:-

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের সংক্রমণ ভয়াবহ মাত্রায় গিয়ে ঠেকেছে। প্রথম দফায় সবচেয়ে বেশি মৃত্যুর নগর নিউইয়র্ক আবারও ঝুঁকিতে। নিউইয়র্ক কর্তৃপক্ষ এখন খুব করে ভ্যাকসিনের অপেক্ষায় রয়েছেন। যুক্তরাষ্ট্রের অনেক মানুষই করোনা টিকা নিতে আগ্রহী নয়। নিউইয়র্কবাসীও এর ব্যতিক্রম নয়। মানুষের মধ্যে বিদ্যমান অনাগ্রহের প্রেক্ষাপটে সাবেক তিন মার্কিন প্রেসিডেন্টসহ অনেকেই প্রকাশ্যে কোভিড ভ্যাকসিন গ্রহণের কথা জানিয়েছেন। এ তালিকায় রয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ ও বিল ক্লিনটন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনা ভ্যাকসিন যদি ৭০-৮০ শতাংশ লোক গ্রহণ করে, তবেই এই মহামারি নিয়ন্ত্রণে আসবে। না হলে এই টিকা দিয়েও কোনো লাভ হবে না। এ কারণেই বিশিষ্টজনেরা করোনার টিকা নিতে সবাইকে উদ্বুদ্ধ করছেন। আগামী ১০ ডিসেম্বর ফাইজারের তৈরি টিকার অনুমোদনের বিষয়ে সভায় বসবে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। মানুষ এই সভার দিকে তাকিয়ে আছে এখন। পুরো অনুমোদন প্রক্রিয়ার স্বচ্ছতার জন্য সভাটি এফডিএর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ও টুইটার অ্যাকাউন্ট থেকে সরাসরি প্রচার করা হবে।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর