বিশ্বের টিকে থাকা রাজতন্ত্র ২৬টি দেশে

admin
  • আপডেট টাইম : নভেম্বর ২২ ২০২০, ০৩:৪৭
  • 1325 বার পঠিত
বিশ্বের টিকে থাকা রাজতন্ত্র ২৬টি দেশে

মীম টিভি :-

জাতিসংঘের হিসাবে পৃথিবীতে মোট স্বাধীন দেশের সংখ্যা ১৯৫। সময়ের সঙ্গে সঙ্গে দেশে দেশে গণতন্ত্রের চর্চা বাড়লেও এখনো বিশ্বের নানা প্রান্তের ২৬টি দেশে টিকে রয়েছে রাজতন্ত্র। এই ধরনের শাসনব্যবস্থায় কোনো শাসক বংশানুক্রমিকভাবে শাসন করার সুযোগ পান। কোনো কোনো দেশে রাজা বা রানি নামমাত্র রাষ্ট্রপ্রধান। আবার কোনো কোনো দেশে রাজার হুকুমেই চলে দেশ। 

সৌদী আরব, ভুটানযুক্তরাজ্য, সোয়াজিল্যান্ড , লেসোথো, মরক্কো, ব্রুনেই, কম্বোডিয়া, কুয়েত,  থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, জর্দান, ওমান, কাতার, বাহরাইন, অ্যান্ডোরা. বেলজিয়াম, ডেনমার্ক, স্পেন,  লিশটেনস্টাইন,  লুক্সেমবার্গ, মোনাকো,  নরওয়ে, নেদারল্যান্ড, টোংগা

যে শাসনব্যবস্থায় কোন শাসক বংশানুক্রমিকভাবে শাসন করার সুযোগ পান।  রাজতন্ত্রী দেশের শাসককে রাজা বলে। রাজা শব্দের প্রতিশব্দ শাহ, সুলতান, নৃপতি, নরেশ ইত্যাদি।  রাজতন্ত্রী দেশের নারী শাসককে রাণী বলে।

 

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

 

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর