নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের নাম প্রস্তাব

admin
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ১০ ২০২০, ০৩:০৭
  • 1172 বার পঠিত
নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের নাম প্রস্তাব

২০২১ সালে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম প্রস্তাব করা হয়েছে। দীর্ঘদিন ধরে বিবাদমান ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাতকে চুক্তির আওতায় আনতে মধ্যস্থতা করার জন্য তাকে মনোনয়ন দেওয়ার প্রস্তাব করেছেন নরওয়ে পার্লামেন্টের সদস্য ক্রিশ্চিয়ান টাইব্রিং-জিজেডে। তবে এ ব্যাপারে এখনও কোনেও মন্তব্য করেনি নরওয়ের নোবেল কমিটি। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
১৯৭৯ সালে মিসর ও ১৯৯৪ সালে জর্ডানের পর তৃতীয় আরব রাষ্ট্র হিসেবে গত ১৩ আগস্ট ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি স্বাক্ষরের ঘোষণা দেয় সংযুক্ত আরব আমিরাত। দুই দেশের টেলিফোন যোগাযোগ সচল করার পাশাপাশি নিয়মিত বিমান চলাচলও শুরু হয়েছে।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর