যুক্তরাজ্যে এই প্রথম হিজাবি নারী বিচারক নিযুক্ত

admin
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ০৬ ২০২০, ০৪:৩০
  • 1155 বার পঠিত
যুক্তরাজ্যে এই প্রথম হিজাবি নারী বিচারক নিযুক্ত

লন্ডন প্রতিনিধি :-
যুক্তরাজ্যের ইতিহাসে আগে কখোনো মুসলিম হিজাবি নারী বিচারক নিযুক্ত ছিল না। এই প্রথম কোন মুসলিম হিজাবি নারী বিচারক নিযুক্ত করেছে যুক্তরাজ্য।
আইন বিষয়ে ১৫ বছরের উজ্জ্বল ক্যারিয়ার নিয়ে গত সপ্তাহে একজন সফল ব্যারিস্টার রাফিয়া আরশাদ (৪০) মিডল্যান্ডের উপ-জেলা বিচারক হিসেবে নিযুক্ত হন। তিনি নিজেকে হিজাবের প্রতি মুসলিম যুবতীদের জন্য একটি উৎসাহ হিসেবে উপস্থাপন করতে চান।
রাফিয়া উত্তর ইংল্যান্ডের ইয়র্কশায়ারে বসবাস করেন। ১১ বছর বয়স থেকেই আইনজীবী হওয়ার স্বপ্ন দেখেন। তিনি ইসলামী পারিবারিক আইন বিষয়ক একটি চমৎকার প্রবন্ধ লেখেন। কয়েক বছর যাবৎ সন্তান, জোরপূর্বক বিবাহ, নারীদের যৌনোহানিসহ ইসলামী আইন সম্পর্কিত অন্যান্য কেইস নিয়ে আইনচর্চা করে আসছিলেন।
সেন্ট মেরি ফ্যামিলি ল‘ চেম্বারের যৌথ প্রধান ভিকি হজেস ও জুডি ক্লাক্সটন বলেন, বিচারক পদে রাফিয়ার নিয়োগে আমরা আনন্দিত। রাফিয়া আইন ও আদালতে মুসলিম নারীদের জন্য কাজ করে সফল হয়েছেন। একজন আইনজীবী হিসেবে তিনি তার পেশায় ব্যক্তিগত বৈচিত্র্যসহ সবার সমতা বিধান করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর