ইতালীর ফিরেন্সে ন্যাশনাল কাফের ২য় কাফ অপারেটর ট্রেনিং সম্পন্ন

admin
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ০৬ ২০২০, ১১:২৬
  • 1182 বার পঠিত
ইতালীর ফিরেন্সে ন্যাশনাল কাফের ২য় কাফ অপারেটর ট্রেনিং সম্পন্ন

ইতালী প্রতিনিধি ঃ প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন ধরনের সরকারী সুযোগ সুবিধা দিতে দক্ষ কাফ অপারেটর তৈরীর জন্য ইতালীতে প্রথমবারের মতো ন্যাশনাল কাফ অপারেটর কোর্স চালু করে ব্যাপক পরিচিতি লাভ করেছে।

এরই ধারাবাহিকতায় ফিরেন্স এ অনুষ্ঠিত হয় ২য় কাফ অপারেটর ট্রেনিং। ইতালীর বিভিন্ন শহর থেকে নির্বাচিত শিক্ষার্থীগন ২৮, ২৯ ও ৩০শে আগষ্ট তিনদিন ব্যাপী এই কোর্সে অংশগ্রহন করেন।

কোর্সের আয়োজক লাইফ ইন ইতালীর পরিচালক মো: আক্তারুজ্জমান (এ কে জামান) জানিয়েছেন কোর্সে ব্যাপক আগ্রহ থাকায় নতুন ই-লার্নিং কোর্সের আয়োজন করা হয়েছে। এতে করে যে কেউ বাসা থেকেই মাত্র তিনমাস অনলাইনে কোর্স করে কাফ অপারেটরের দক্ষতা অর্জন করতে সক্ষম হবেন।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর