জালালাবাদ এসোসিয়েশন ইতালীর আলোচনা সভা অনুষ্ঠিত।

admin
  • আপডেট টাইম : আগস্ট ২৪ ২০২০, ০৩:৫৭
  • 1300 বার পঠিত
জালালাবাদ এসোসিয়েশন ইতালীর আলোচনা সভা অনুষ্ঠিত।

ইউরোপ প্রতিনিধিঃ গতকাল রবিবার ২৩শে আগস্ট সন্ধ্যা ৯ঘটিকায় জালালাবাদ এসোসিয়েশন ইতালীর এক আলোচনা সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়। এসোসিয়েশনের সভাপতি অলিউদ্দিন শামীম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাব্বির আহমদ এর পরিচালনায় এবং যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার মোঃ অলিউল ইসলাম এর নেতৃত্বে নির্বাচন কমিশনার বৃন্দ, বৃহত্তর সিলেট যুব সংঘের সভাপতি আরমান উদ্দিন স্বপন এর নেতৃত্বে অন্যান্য নেতৃবৃন্দ এবং সিলেট সিটি ক্লাবের সভাপতি মোঃ নুরুল ইসলাম এর নেতৃত্বে সাধারণ সম্পাদক শরীফ খান সোহেল সহ অন্যান্য নেতৃবৃন্দ এছাড়া জালালাবাদ এসোসিয়েশনের নেতৃবৃন্দ সহ ইতালী প্রবাসী বৃহত্তর সিলেটবাসী।

অনুষ্ঠানের শুরুতেই সঞ্চালক এর অনুরোধে সভাপতি অলিউদ্দিন শামীম এসোসিয়েশনের চলমান কার্যক্রম ও করণীয় সম্পর্কে উপস্থিত সবাইকে অবগত করেন এবং দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন। তারপর সাধারণ সম্পাদক শাব্বির আহমদ এর পরিচালনায় সহসভাপতি এম ডি আব্দুল ওয়াদুদ তার বক্তব্যে বলেন আগামী মার্চ মাসে রোম সিটি কর্পোরেশনের নির্বাচন এজন্য আমাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে যাতে এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে পারি এবং জালালাবাদ এসোসিয়েশনের দেশীয় সামাজিক কার্যক্রমের সাথে সাথে ইতালীর মুল ধারার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হতে পারি।এরপর একে একে সবাই নিজেদের মতামত প্রকাশ করেন। সর্ব সম্মতিক্রমে সভাপতিকে অনুরোধ জানানো হয় এই বৎসর করোনার প্রাদুর্ভাব থাকার কারণে সরকারি স্বাস্থ্য বিধি মোতাবেক বার্ষিক বনভোজন বাতিল ঘোষণা করে যদি সম্ভব হয় তাহলে সীমিত আকারে পারিবারিক ভাবে ইতালী প্রবাসী বৃহত্তর সিলেটবাসীকে একটু আনন্দ উপভোগ করার জন্য স্থানীয় যে কোন পার্কে একটি অনুষ্ঠান আয়োজন করতে। উত্তরে সভাপতি ও সাধারণ সম্পাদক একমত পোষণ করেন এবং বলেন আমরা স্থানীয় প্রশাসনের সাথে আলোচনা করে চেষ্টা করবো সীমিত আকারে বৃহত্তর সিলেট বাসীর আনন্দ বিনোদন এর ব্যবস্থা করতে এজন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। পরিশেষে নৈশভোজের মাধ্যমে সভাপতি অলিউদ্দিন শামীম সভার সমাপ্তি ঘোষণা করেন।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর