জালালাবাদ এসোসিয়েশন ইতালীর জরুরি সভা অনুষ্ঠিত ।

admin
  • আপডেট টাইম : জুলাই ২৬ ২০২০, ১৫:২৬
  • 1236 বার পঠিত
জালালাবাদ এসোসিয়েশন ইতালীর  জরুরি সভা অনুষ্ঠিত ।

ইউরোপ প্রতিনিধি ঃ
গতকাল শনিবার ২৫শে জুলাই সন্ধ্যা ৯ঘটিকায় সিলেট বিভাগের জনগোষ্ঠীর প্রাচীনতম সংগঠন জালালাবাদ এসোসিয়েশন ইতালীর তাত্ক্ষণিক এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।এসোসিয়েশনের সভাপতি অলিউদ্দিন শামীম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাব্বির আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মাসুক মিয়া, সহসভাপতি আফজাল আহমেদ,যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম,কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহিন,সহসাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদ আরেফিন,ক্রীড়া সম্পাদক নুরুল হোসাইন মুন্না, সহ ক্রীড়া সম্পাদক রুবেল আহমদ,প্রচার ও প্রকাশনা সম্পাদক মিনহাজ হোসেন,ইমিগ্রেশন বিষয়ক সম্পাদক এস এম নুরুদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।আজ কোন বিজ্ঞপ্তি ছাড়া এসোসিয়েশনের নিয়মিত বৈঠকের মতো আজকের জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় আগামী শনিবার ঈদ আনন্দ উৎসব নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সীমিত আকারে পালন করা হবে তরপিনাত্তারা রসই রেস্টুরেন্টের হল রুমে সন্ধ্যা ৮ঘটিকা হতে রাত ১১ঘটিকা পর্যন্ত। কারন এখনও ইতালীতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব পরিপূর্ণ ভাবে শেষ হয় নাই এজন্য প্রতি বছরের ন্যায় এ বছর বিশাল আকারে কোন উৎসব বা আনন্দ ভ্রমণ থেকে বিরত থাকার জন্য এসোসিয়েশনের বেশিরভাগ নেতৃবৃন্দ তাদের মতামত প্রকাশ করেন। এরপর সাধারণ সম্পাদক শাব্বির আহমদ ইতালী প্রবাসী বৃহত্তর সিলেটবাসী সবাইকে ১লা আগস্ট রোজ শনিবার সন্ধ্যা ৮টা হতে রাত ১১টা পর্যন্ত উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানান।পরিশেষে সভাপতি অলিউদ্দিন শামীম বিশ্ব মুসলিম উম্মা কে জালালাবাদ এসোসিয়েশন ইতালীর পক্ষ থেকে অগ্রিম পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান এবং সকল নেতৃবৃন্দের মতামতকে অগ্রাধিকার দিয়ে সম্মতি জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর