গলা ব্যথা মুক্তি পেতে গরম পানিতে লবণ দিয়ে গার্গল করা

admin
  • আপডেট টাইম : জুন ২৬ ২০২০, ১৫:৫৪
  • 1121 বার পঠিত
গলা ব্যথা মুক্তি পেতে গরম পানিতে লবণ দিয়ে গার্গল করা

ঘুসঘুসে কাশি, সঙ্গে গলা ব্যথা আমাদের প্রায়
সবার হয়ে থাকে। ব্যবস্থা না নিলে এই সমস্যা বেড়েই যায়। এর থেকে মুক্তি পেতে চটজলদি ওষুধ আমরা খেয়ে থাকি সাধারণ। কিন্তু সব ওষুধেরই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। তাই ওষুধ খাওয়ার আগে ঘরোয়া
টোটকা ব্যবহার করাই বেশি ভালো। গলায় সংক্রমণ হলে তার অব্যর্থ দাওয়াই হতে পারে নুন জল গার্গল করা।
নুন জলে গার্গল করলে শুধু যে গলার সংক্রমণ থেকে মুক্তি পাওয়া যায়, তাই নয়। এর আরও উপকার রয়েছে। সবচেয়ে বড় লাভ হল নুন জলে গার্গল করার কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। প্রাচীন এই ঘরোয়া টোটকার উপকারিতা মেনে নিয়েছে মেডিক্যাল সায়েন্সও। নুন জলে গার্গল করলে তা আপনার গলায় জমে থাকা মিউকাস ভেঙে ফেলতে সাহায্যে করে। ব্যাকটিরিয়া ও অ্যালার্জি সৃষ্টিকারী উপাদানকেও সরিয়ে ফেলে নুনজল। এর ফলে গলা পরিষ্কার হয় এবং জমে থাকা ক্ষতিকর প্যাথোজেন সরে যায়।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর