করোনা শনাক্তে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিয়ে আসছে মুঠোফোন আ্যাপ

admin
  • আপডেট টাইম : মে ১০ ২০২০, ১৬:৫৩
  • 1401 বার পঠিত
করোনা শনাক্তে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিয়ে আসছে মুঠোফোন আ্যাপ

মীম টিভি:-

করোনাভাইরাসের উপসর্গ শনাক্ত করতে চলতি মাসেই মুঠোফোন অ্যাপ আনার পরিকল্পনা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বার্তা সংস্থা রয়টার্সকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান তথ্য কর্মকর্তা বার্নার্দো মারিয়ানো জানান,
যেকোনো ব্যক্তি তার মুঠোফোনে অ্যাপটি ইনস্টল করার পর ব্যবহারকারীর উপসর্গ সম্পর্কে জানতে চাইবে। এরপর তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অ্যাপটি বলে দেবে তার করোনা সংক্রমণের আশঙ্কা আছে কি না।
তিনি আরও বলেন, যদি সংক্রমণের আশঙ্কা থাকে তাহলে অ্যাপটিই জানিয়ে দেবে।
এ ক্ষেত্রে অবশ্য প্রত্যেকের তথ্যের ভিন্নতা থাকবে। অ্যাপের বৈশ্বিক একটি সংস্করণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা অ্যাপ স্টোরে ছাড়বে।
এরপর যেকোনো দেশের সরকার চাইলে অ্যাপের প্রযুক্তি ব্যবহার করে এতে নতুন সুবিধা যোগ করে নিজেদের মতো সংস্করণ ছাড়তে পারবে।
করোনাভাইরাস মোকাবিলায় ভারত, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য অবশ্য এরই মধ্যে নিজস্ব প্রযুক্তিতে মুঠোফোন অ্যাপ সরকারিভাবেই ব্যবহার করছে।
এসব অ্যাপের মাধ্যমে ব্যবহারকারী উপসর্গের ভিত্তিতে কোথায় গিয়ে করোনা পরীক্ষা করানো যাবে, তা জানতে পারছেন। একই সঙ্গে রোগী ও সন্দেহভাজন রোগীর সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করার কাজেও সহায়ক হচ্ছে এসব অ্যাপ।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর