করোনায় লন্ডভন্ড এয়ারলাইন্স খাত

admin
  • আপডেট টাইম : মে ০৬ ২০২০, ১৮:০৯
  • 1484 বার পঠিত
করোনায় লন্ডভন্ড এয়ারলাইন্স খাত

মীম টিভি:-

এমনিতেই খুঁড়িয়ে চলছিল দেশের সরকারী বেসরকারী সব এয়ারলাইন্স। তার ওপর হঠাৎ করোনার আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে এভিয়েশন খাত। এটা শুধু বাংলাদেশের চিত্র নয়-তাবত দুনিয়ার। এ খাতে সারাবিশ্বে বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতির তথ্য ইতোমধ্যে প্রচারিত হয়েছে বিশ্বের শীর্ষ গণমাধ্যমে। বাংলাদেশেও প্রাথমিক অনুমিত হিসেবে গত তিন মাসে বিমানসহ অপর তিনটে এয়ার লাইন্সের অন্তত ১২৯২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে বলা হচ্ছে। এর মধ্যে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সেরই গত জানুয়ারি থেকে মার্চ পর্র্যন্ত লোকসান ধরা হয়েছে ৪১২ কোটি টাকা। দেশের বৃহত্তম বেসরকারী এয়ারলাইন্স ইউএস বাংলার ধরা হয়েছে ২৭১ কোটি টাকা, নভোর ৩৭৮ কোটি টাকা, ও রিজেন্টের ২১১ কোটি টাকা। ধুঁকিয়ে চলা এভিয়েশন খাতের এই আঘাতের ধকল সয়ে টিকতে পারবে কিনা এয়ারলাইন্সগুলো সেটা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন দেশের শীর্ষ এভিয়েশন বিশেষজ্ঞরা। আশীষ রায় চৌধুরীর মতে-এখন একমাত্র ভরসা সরকার। সরকার যদি কিছু বিশেষ প্রণোদনাসহ কিছু বিষয় মওকুফ করে তবেই যদি এয়ারলাইন্স ঘুরে দাঁড়ায়। প্রাণঘাতী এই ভাইরাসের ছোবলে সারাবিশ্ব আজ বিপন্ন, সবচেয়ে বিপর্যস্ত এভিয়েশন খাত। একের পর এক ফ্লাইট বন্ধে দেশের চারটি বিমান সংস্থার প্রায় সব উড়োজাহাজ এখন গ্রাউন্ডেড। স্থবির হয়ে পড়া দেশের এভিয়েশন খাতে আয়ের পথ রুদ্ধ হলেও ব্যয় থেমে নেই প্রতিষ্ঠানগুলোর। সিভিল এভিয়েশন চার্জ, উড়োজাহাজ রক্ষণাবেক্ষণ, কর্মীদের বেতনসহ নানা ব্যয় টানতে গিয়ে তাদের নাভিশ্বাস উঠে যাচ্ছে। বিশেষ করে সবচেয়ে বেশি শোচনীয় অবস্থা রিজেন্টের। এরই মধ্যে রিজেন্ট এয়ারওয়েজ তিন মাসের জন্য কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে। বিমান, ইউএস বাংলা ও নভোর অবস্থাও ত্রাহি ত্রাহি। শুধু এভিয়েশন কেন দেশের সবখাতই তো স্থবির। এ অবস্থায় সরকারের সহায়তা ছাড়া টিকে থাকা দুষ্কর হবে দেশীয় সরকারী বেসরকারী সব এয়ারলাইনসগুলোর।
বর্তমানে এ চারটে কোম্পানিরই মোট উড়োজাহাজের সংখ্যা ৪৫টি। ইউএস-বাংলার একটি উড়োজাহাজ ছাড়া বাকি সবই গ্রাউন্ডেড। একমাত্র ইউএস বাংলার একটা ফ্লাইট চলছে গুয়াংজু রুটে। এর মধ্যে বিমানের বহরে আছে ১৯টি উড়োজাহাজ, ইউএস-বাংলা এয়ারলাইনসের বহরে ১৩টি, নভোএয়ারের বহরে ৭টি এবং রিজেন্ট এয়ারওয়েজের আছে ৬টি উড়োজাহাজ।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর