বাংলাদেশে করোনা সংক্রমণের ঝুঁকি নিয়েই খুলছে ব্যবসা প্রতিষ্ঠান

admin
  • আপডেট টাইম : মে ০৪ ২০২০, ১৫:৪৬
  • 1313 বার পঠিত
বাংলাদেশে করোনা সংক্রমণের ঝুঁকি নিয়েই খুলছে  ব্যবসা প্রতিষ্ঠান

মীম টিভি:-

হোটেল রেস্তোরাঁয় লক ডাউনের শিথিলতার সুযোগ নিয়ে অনেকেই খুলতে শুরু করেছেন তার ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট। করোনা সংক্রমণের ঝুঁকি নিয়েই কাজে যোগ দিতে বের হয়েছেন এসব মানুষ।  
গত কয়েকদিনের মতো আজও রাস্তায় ছিল ব্যক্তিগত গাড়ি ও ছোট ছোট যানবাহন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন সরকারের এমন শিথিলতায়, মানুষের মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত করাই তাদের প্রধান কাজ।

 ইমামের মতো অনেক ব্যবসায়ীই লকডাউন মানছেন না। ভাগ্যের ওপর নিজেকে ছেড়ে দিয়ে কাজে যোগ দিয়েছেন এমন অনেকেই।

রাস্তায় গণপরিবহন নাইতো কি হয়েছে। ছোট ছোট গাড়িতে চাপাচাপি করেই ছুটছেন যে যার গন্তব্যে। ভিড় বেড়েছে রাজধানীর ইফতার বিক্রির দোকানগুলোতেও। যেখানে মানাও হচ্ছে না সামাজিক-শারীরিক দূরত্ব। একটি কিংবা দুটি জায়গায় শিথিলতার সুযোগ নিচ্ছেন কেউ কেউ। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীও যেন অসহায়। 
করোনাভাইরাসের সংক্রমণ রোধে মানুষকে জনসমাগম এড়িয়ে চলার কথাই বলছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জরুরি প্রয়োজন ছাড়া ঘরে থাকতেই পরামর্শ দিচ্ছেন তারা।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর