বাজারের কিনে আনা পণ্য-খাবার ভাইরাস মুক্ত রাখবেন যেভাবে

admin
  • আপডেট টাইম : মে ০২ ২০২০, ২২:৪০
  • 1400 বার পঠিত
বাজারের কিনে আনা পণ্য-খাবার ভাইরাস মুক্ত রাখবেন যেভাবে

অনিক রাজ:-
করো’নাভাই’রাস কারণে বাসায় থাকলেও নিত্য প্রয়োজনীয় জিনিস কিনে আ’নতে হয়। কিন্তু বাজার থেকে আনা পণ্য গু’লোতে থাকতে পাররে ভাই’রাস। তাই এসব জিনিস কিনে আনার পর জিনিসগুলো জী’বাণুমুক্ত কি-না তা নিয়েও বাড়ছে উদ্বে’গ। লন্ডনের স্কুল ফর হাইজিন অ্যান্ড ট্র’পিকাল মেডিসিনের অধ্যাপক স্যালি ব্লুমফিল্ড বলেন, ‘ভাই’রাস ছ’ড়ানোর একটা ঊ’র্বর ক্ষে’ত্র হলো বাজার। বাজারে আপনি যেসব পণ্যে কি’নছেন সেগুলো আপনার আগে আরও অনেকে না’ড়াচাড়া ক’রেছে। যেখানে টাকা দি’চ্ছেন সেখানে আরও লোকের হাত প’ড়েছে। নগদ অর্থে দাম পণ্য কি’নলে যে খু’চরা ফেরত দেওয়া হচ্ছে সেগুলোও কিছুক্ষণ আগে অনেক হাত ঘুরে এসেছে। আপনি যদি এটিএম মেশিন থেকে পয়সা তুলে থাকেন, সেখানেও মেশিনের বোতামে আপনার আগে কারও হাত প’ড়েছে। এরপর রয়েছে বাজারে আপনার ধা’রেকাছে দাঁ’ড়ানো মানুষরা।’ তাই এক্ষেত্রে তার পরাম’র্শ, ‘বাজারে যাওয়ার আগে ও বাজার থেকে ফি’রে এসে সাবান ও পানি দিয়ে ২০ সেকেন্ড ধরে ভালো করে হাত ধোবেন বা অ্যা’লকোহলযু’ক্ত হ্যান্ড স্যা’নিটাইজার দিয়ে হাত পরিষ্কার করবেন।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর