বাড়ীর সীমানা প্রাচীর নিয়ে সংঘর্ষে মুক্তিযোদ্বার বসত বাড়িতে হামলা,আহত -১৫

admin
  • আপডেট টাইম : এপ্রিল ০৪ ২০২০, ১০:১৬
  • 1185 বার পঠিত
বাড়ীর সীমানা প্রাচীর নিয়ে সংঘর্ষে মুক্তিযোদ্বার বসত বাড়িতে হামলা,আহত -১৫

বিয়ানীবাজার প্রতিনিধি ঃ বিয়ানীবাজার উপজেলার ঘুঙ্গাদিয়া নওয়াগাও এ বাড়ির সীমানা প্রাচীর নিয়ে দু’ পক্ষের সঘর্ষের খবর পাওয়া গেছে। জানাযায় ২৯ মার্চ রবিবার সকালে ঘুঙ্গাদিয়া নওয়াগাও এ বীর মুক্তিযোদ্ধা নুর উদ্দিন এর বাড়ির সীমানা প্রাচীর নিয়ে দীর্ঘদিন থেকে আব্দুল মতিন ও ধনাই গং দের সাথে বিরোধ চলে আসছিল। ২৯ মার্চ সকালে কথা কাটাকাটির জেরধরে আব্দুল মতিন ও ধনাই গংরা একত্রিত হয়ে নুর উদ্দিন ও তার ভাইদের উপর অতর্কিত হামলা চালায়। এতে গুরুতর আহত হন কয়েকজন। খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ ঘটনা স্থলে গিয়ে সবাইকে শান্ত করেন এতে আব্দুল মতিন গংরা চলে যান ফের ১ এপ্রিল সকালের দিকে আবারো হামলা করে মুক্তিযোদ্বা নুর উদ্দিন ও তার বাড়িতে বসবাসরত চাচাতো ভাইদের উপর দেশিয় অস্ত্র নিয়ে তারা দোকান পাটে হামলা ও লুটপাট করে কয়েক লক্ষ টাকার আসবাবপত্র দোকানের মালামাল ধ্বংস করে নিয়ে যায় বলে জানান তারা। হামলায় মহিলাসহ আহতরা হলেন মুক্তিযোদ্ধা নুরুউদ্দিন ( ৭০) হুসেন (২৮) ইর্শাদ আলী ( ৭০) রসিম উদ্দিন ( ৪৫)(মিনাজ উদ্দিন ( ৩৫), প্রবাসী কামাল উদ্দিন ( ৩০ ) , জবুল ( ৩৫)প্রবাসি ফখর (৪৩) আমিনা বেগম(৩৫) মিনাই বিবি (৪৬) হেনাবেগম (৩৫)
হামলার কথা উল্লেখ্য করে মুক্তিযোদ্ধা নুর উদ্দিন বলেন, আমাদের সাথে দীর্ঘদিন থেকে আমার পাশের বাড়ির আব্দুল মতিন রাস্তার সীমানা প্রাচীর নিয়ে বিরুধিতা করে আসছেন দফায় দফায় স্থানীয় জনপ্রতিনিধিরা সমাধান করে দিয়ে গেছেন। কিন্তু এতে তারা সন্তুস্ট নয়, তাদের দাবী এটা তাদের রাস্তা আমরা যাতায়াত করতে পারবো না তাদের জায়গার উপর দিয়ে। ২৯ মার্চ সকালে আমরা রাস্তার মেরামত করতে আসলে আব্দুল মতিন আমাদের কে বাধা প্রদান করে বলেন তাদের সীমানায় কাজ না করতে এক পর্যায়ে কথা কাটাকাটির মধ্যে আব্দুল মতিন, ধনাই, দুদু আমাদের উপর হামলা করে আমরা প্রাণ রক্ষাথে’আমাদের ঘরে চলে আসি। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ কে কল করি তারা ঘটনাস্থল পরিদর্শন করে সমাধান এর আশ্বাস দিয়ে চলে যান আমরা সেই আশ্বাসে5 শান্ত হয়ে যাই,এমতাবস্থায় ১ তারিখ আমাদের উপর পুনরায় হামলা করে আব্দুল মতিন, ধনাই, সেলিম, সুয়াইব আলী,আব্দুল হাই বিলাল।আলিম উদ্দিন, সামসুদ্দিন,দুদু, তুতা মিয়া জহিরুল, রইফুল ইসলাম মুন্না,লিলু,জাহাঙ্গীর আমিদুল, আতাই, আতা মিয়া সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বাড়িতে বসত ঘরে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে আসবাবপত্র দোকানপাট লুট করে নিয়ে যায়। আমরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভূগছি দেশে মহামারী করোনা ভাইরাস এর কারনে ঘরের বাহিরে যেতে পারতেছিনা। এই হামলায় আমরা মামলা করতে প্রস্তুতি নিচ্ছি।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর