ঢাকা সহ বাংলাদেশের সকল অভ্যন্তরীণ রুট সিলেটের সাথে বন্ধ ঘোষণা ২\১দিনের মধ্যে আন্তর্জাতিক রুট ও বন্ধ হতে যাচ্ছে

admin
  • আপডেট টাইম : মার্চ ২১ ২০২০, ০৬:৩৭
  • 1189 বার পঠিত
ঢাকা সহ বাংলাদেশের সকল অভ্যন্তরীণ রুট সিলেটের সাথে বন্ধ ঘোষণা ২\১দিনের মধ্যে আন্তর্জাতিক রুট ও বন্ধ হতে যাচ্ছে


ইউরোপ প্রতিনিধিঃ গনপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র মন্ত্রী(সিলেট ১আসন) বৃহত্তর সিলেটের কৃতি সন্তান ড,এ কে আব্দুল মোমেন ও সিলেটের জননন্দিত মেয়র আরিফুল হক চৌধুরী প্রতি দিনের ন্যায় আজ সকালে জালালাবাদ এসোসিয়েশন ইতালীর সভাপতি অলিউদ্দিন শামীম এর কাছে টেলিফোন মাধ্যমে ইতালী প্রবাসী জালালাবাদবাসী সহ সকল প্রবাসী বাংলাদেশীদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নিচ্ছেন প্রবাসীরা ইতালীতে কেমন আছেন । জালালাবাদ এসোসিয়েশন ইতালীর সভাপতি অলিউদ্দিন শামীম তখন ইতালীর বর্তমান পরিস্থিতি তুলে ধরেন মন্ত্রী মহোদয় ও মেয়রের কাছে এবং জোর দাবি জানান যাতে বৃহত্তর সিলেট সহ সারা বাংলাদেশর বর্তমান পরিস্থিতি অনুযায়ী বিবেচনা করে সরকারি ভাবে সচেতনতামূলক উদ্বেগ গ্রহণ করার জন্য বিশেষ করে যাতে জনসচেতনতা মুলক সকল যোগাযোগ আপাতত বন্ধ করতে একান্ত জরুরি কাজ ছাড়া যাতে কেউ এক স্থান থেকে অন্য স্থানে চলাচল না করে এবং সবাই নিজ নিজ এলাকায় অবস্থান নেয় । কারণ আমরা প্রবাসীরা যেরকম থাকি না কেন সবাই বাংলাদেশ ও নিজের আত্মীয় স্বজন নিয়ে উদ্বেগ উৎকন্ঠায় থাকি । উত্তরে মন্ত্রী এবং মেয়র উভয়ের বলেন আমরা আপাতত সিলেটের অভ্যন্তরীণ রুটে সকল ফ্লাইট বাতিল ঘোষণা করেছি সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছি তাছাড়া অতিশীঘ্রই লন্ডন সহ আন্তর্জাতিক সকল রুট বন্ধ করে দিব যাতে বৃহত্তর সিলেটবাসী নিরাপদে থাকে এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিভিন্ন সচেতনতা মূলক উদ্বেগ গ্রহণ করা হয়েছে আপনারা চিন্তিত হবেন না আমরা চাই প্রবাসীরা ভালো থাকুন নিরাপদে থাকুন এটাই আমাদের কাম্য ।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর