বিয়ানীবাজার জামেয়ার ৩০ বছর পূর্তি কাল

admin
  • আপডেট টাইম : জানুয়ারি ১০ ২০২০, ১৭:১৫
  • 1317 বার পঠিত
বিয়ানীবাজার জামেয়ার ৩০ বছর পূর্তি কাল

স্টাফ রিপোর্টার :
হাটি হাটি পা পা করে ত্রিশ পাড়ি দিলো বিয়ানীবাজার জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়। এমন গৌরবময় মুহূর্তকে স্মরণীয় করে রাখতে বর্ণিল পূর্তি অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলাবাসীর স্বপ্নের প্রতিষ্ঠানটি। শনিবার থেকে শুরু হচ্ছে দুই দিনের এই উৎসব। এতে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা হারিয়ে যাবেন স্মৃতির আঙিনায়।
প্রথম দিনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির সাবেক উপাচার্য চৌধুরী মাহমুদ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিয়ানীবাজার সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর দ্বারকেশ চন্দ্র নাথ, ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ফজলুর রহমান, দৈনিক জালালাবাদ সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকতাবিস উন নূর, পিএইচজি সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলী আহমদ, বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো: আব্দুস শুকুর, মুড়িয়া ইউপি চেয়ারম্যান মো: আবুল খায়ের, মাথিউরা ইউপি চেয়ারম্যান মো: সিহাব উদ্দিন ও মোল্লাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান।
রোববার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর আব্দুল বাকী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী মাহবুব, পিএইচজি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাছিব জীবন, দাসউরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আতাউর রহমান, সিলেট জেলা পরিষদ সদস্য মো: নজরুল হোসেন, মিডিয়া ব্যক্তিত্ব আমিরুল মোমেনীন মানিক, সাবেক পৌর প্রশাসক মো: তফজ্জুল হোসেন, সুজন বিয়ানীবাজারের সভাপতি এডভোকেট আমান উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মৌলদুর রহমান ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার টিটু কুমার দে।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর