বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পুরোনো শিক্ষাক্রম ও আবাসন–সংকট,

admin
  • আপডেট টাইম : ডিসেম্বর ১৩ ২০১৯, ১০:৩১
  • 1145 বার পঠিত
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পুরোনো শিক্ষাক্রম ও আবাসন–সংকট,

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এবার ছাত্রদের চেয়ে ছাত্রীরা বেশি উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে ৫৮৫ জন ছাত্রী ও ৫২৩ জন ছাত্র। এমন অবস্থায় এত ছাত্রীকে আবাসিক হলে জায়গা দেওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছে প্রশাসন। কারণ, আবাসন–সংকটের কারণে এমনিতেই ছাত্রীদের হলগুলোতে অনেক বেশি ছাত্রী থাকেন। খাবার কক্ষসহ (ডাইনিং রুম) বিভিন্ন কক্ষকে ‘গণরুম’ বানিয়েও সবাইকে জায়গা দিতে হিমশিম খাচ্ছে প্রশাসন।

শিক্ষক ও শিক্ষার্থীরা বলছেন, কৃষিভিত্তিক শিক্ষা ও গবেষণায় এগিয়ে থাকা এই প্রতিষ্ঠানের এখন প্রধান সমস্যা আবাসন–সংকট। এ ছাড়া এখানকার শিক্ষাক্রম (কারিকুলাম) ও পাঠ্যসূচি (সিলেবাস) পুরোনো। দীর্ঘদিন ধরে তা পরিবর্তনের চেষ্টা করা হলেও এখন পর্যন্ত তা সফল হয়নি। ফলে শিক্ষার্থীরা নতুন প্রযুক্তির শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে আছেন। যদিও প্রশাসন বলছে, আগামী শিক্ষাবর্ষ থেকে নতুন শিক্ষাক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর