বড়লেখা উপজেলা শিল্পকলা একাডেমীর উদ্বোধন

admin
  • আপডেট টাইম : নভেম্বর ২৩ ২০১৯, ১৩:৩৮
  • 1622 বার পঠিত
বড়লেখা উপজেলা শিল্পকলা একাডেমীর উদ্বোধন

মোঃ মঈন-উল ইসলাম শাফিন ঃ

সিলেটের মৌলভীবাজারের বড়লেখা উপজেলা শিল্পকলা একাডেমীর উদ্বোধন করা হয়েছে। ২২ নভেম্বর শুক্রবার বিকালে এ একাডেমির উদ্বোধন করা হয়। বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম আল ইমরানের উদ্যোগে প্রায় ১৫ বছর ধরে বন্ধ থাকা শিল্পকলা একাডেমীর পুনরায় চালু হলো।
বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অত্র শিল্পকলা একাডেমীর পরিচালকের সহধর্মিনী লুৎফা আক্তারের সভাপতিত্বে এবং উদিচি শিল্পী গোষ্ঠী বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক শুভাশীষ দে শুভ্রের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে একাডেমীর উদ্বোধন করেন বড়লেখা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিজ মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়েদ উল্যা খান, দৈনিক যুগান্তর ও জালাবাদ পত্রিকার সিনিয়র সাংবাদিক আব্দুর রব, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা সাখায়াৎ হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ জুনায়েদ সিদ্দিকী, মীম টিভি ইউ.এস.এ-এর চীফ প্রোগ্রাম ডিরেক্টর, নাট্যজন ও কবি মোঃ শহীদ-উল ইসলাম প্রিন্স, সৎপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমান দাস, নাট্যযোদ্ধা-বড়লেখার সভাপতি ও প্রথমা সংগীত একাডেমী বড়লেখার পরিচালক নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব তপন চৌধূরী, নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুপ্রিয় দাস, সংগীত শিল্পী মুজিবুর রহমান মুজিব, বড়লেখা জলধারার পরিচালক তোফাজ্জল হোসেন শান্ত। অনুষ্ঠানে বড়লেখা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিল্পকলা একাডেমীকে প্রায় অর্ধলক্ষ টাকা ব্যয়ে বিভিন্ন বাদ্য-যন্ত্র প্রদান করা হয়। পরিশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে উপজেলার বিভিন্ন শিল্পীরা।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর