এনআরবি অ্যাওয়ার্ড পেলেন ইউএসবাংলার সম্পাদক আব্দুল হামিদ

admin
  • আপডেট টাইম : নভেম্বর ১৯ ২০১৯, ০৩:৩৬
  • 1102 বার পঠিত
এনআরবি অ্যাওয়ার্ড পেলেন ইউএসবাংলার সম্পাদক আব্দুল হামিদ

প্রবাসে নিজ পেশায় অবদান রাখার স্বীকৃতি সরুপ নিউইয়র্কে এনআরবি তারকা এ্যাওয়ার্ড পেলেন অনলাইন পোর্টাল ইউএসএ বাংলার প্রকাশক ও সম্পাদক এবং আরটিভি ও বাংলা টিভির যুক্তরাষ্ট্র প্রতিনিধি আব্দুল হামিদ। স্থানীয় সময় রোববার রাতে নিউইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে আয়োজিত অনুষ্ঠানে, তার হাতে এই সম্মাননা তুলে দেন, শো-টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেবিবিএর প্রেসিডেন্ট শাহ নেওয়াজ, সাপ্তাহিক দেশ বাংলা সম্পাদক ডা. চৌধুরীর সারওয়ার হাসান ও সাপ্তাহিক বর্ণমালা সম্পাদক মাহাফুজুর রহমান। এভার এনআরবি তারকা এ্যাওয়ার্ড ২০১৯ প্রধান করা হয় , ভয়েস অব আমেরিকার সাংবাদিক আকবর হায়দার কিরণ, উত্তর আমেরিকার জনপ্রিয় উপস্থাপিকা ও টিবিএন ২৪ টেলিভিশনের সিনিয়র নিউজ প্রেজেন্টার শামসুন নাহার নিম্মি, কালের কন্ঠের বিশেষ প্রতিনিধি শামীম আল আমিন যুক্তরাষ্ট্র ¯জাতীয় পাটির সভাপতি আব্দুর রহমান ও সাধারন সম্পাদক আবু তালেব চান্দু , কমিউনিটি এক্টিভিস্ট আলিম খান আকাশ,, ফটো সাংবাদিক লুৎফুর রহমান বিনু, বাংলা ভিশনের সাংবাদিক নিহার সিদ্দিকী, কিয়ার 365 এর পরিচালক নিলুফা ইয়াসমিন, সংগীতশিল্পী তনিমা হাদি, রানু নেওয়াজ, কামরুজ্জামান বকুল, নীলিমা শশী, কমিউনিটি এক্টিভিস্ট ফাহাদ সোলাইমান,সাকিল মিয়া,আবদু রশিদ বাবু, শিবলী সাদিক, নাসরিন আহমেদ, নীরা এস নীরু। 

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর