তিনদিনব্যাপী লালন স্মরণোৎসবের সমাপ্তি

admin
  • আপডেট টাইম : অক্টোবর ২০ ২০১৯, ০২:২৬
  • 1051 বার পঠিত
তিনদিনব্যাপী লালন স্মরণোৎসবের  সমাপ্তি

পয়লা কার্তিক বাউল সম্রাট লালন ফকিরের ১২৯তম তিরোধান দিবস উপলক্ষে তার নিজ আখড়াবাড়িতে তিনদিনব্যাপী লালন স্মরণোৎসবের আনুষ্ঠানিকভাবে সমাপ্তি হয়। খাঁটি মানুষ হিসেবে গড়তে নিজেদেরকে ঝালিয়ে নিতে দেশ-বিদেশের হাজার হাজার লালন ভক্তরা ভবের হাটে এসেছিলেন। নিজের অবাধ্য মনকে শুদ্ধ করার তাগিদেই বার বার এই উৎসবে ফিরে আসেন তারা।

কুষ্টিয়া জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি মো. আসলাম হোসেনের সভাপতিত্বে লালন সাঁইয়ের জীবনী নিয়ে আলোচনা করেন বিশিষ্ট আলোচকরা। আলোচনা শেষে মূল মঞ্চে একাডেমির শিল্পীরা লালনের আধ্যাত্মিক গান পরিবেশন করেন। এরই সঙ্গে শেষ হয় আখড়াবাড়ি চত্বরে বসা লালন মেলা। এদিকে উৎসব শেষে লালন ভক্ত ও সাধুরা আখড়া ছাড়তে শুরু করেছেন। তবে মানবধর্মের দীক্ষা নিতে বারবার লালনের বারামখানা দর্শনের প্রত্যাশা তাদের।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর